গাংনী প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলের দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় বক্তব্য রাখেন দেশ বরণ্য কথা সাহিত্যিক রফিকুর রশীদ, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডাক্তার আদিলা আজহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, গাংনী ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা,
সাংস্কৃতিক সংগঠক আজিজুল হক রানু প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :