মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনকারীর কারাদণ্ড
mdiganta
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৮:০৯ অপরাহ্ন /
০
স্টাফ রিপাের্টার : মেহেরপুরে মাদক সেবনের দায়ে লালন শেখ (২৮) নামের এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে । দন্ডিত লালন শেখ মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড এর নতুন পাড়ার আবুল কাশেমের ছেলে।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ সাজা দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় তাকে ৩ মাসের কারাদণ্ড এবং ১শ টাকা জরিমানা করা হয়। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়া থেকে মাদক সেবন করার সময় লালন শেখ আটক করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে তাকে আটক করা হয়।
আপনার মতামত লিখুন :