গাংনীর ভবানীপুর গ্রামে ইউপি মেম্বারের বাড়িতে  তল্লাশীর নামে বাড়ি-ঘর তছনছ


mdiganta প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ১:২৪ অপরাহ্ন /
গাংনীর ভবানীপুর গ্রামে ইউপি মেম্বারের বাড়িতে  তল্লাশীর নামে বাড়ি-ঘর তছনছ

গাংনীর ভবানীপুর গ্রামে ইউপি মেম্বারের বাড়িতে তল্লাশীর নামে বাড়ি-ঘর তছনছ

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সাবেক মেম্বার আনারুল ইসলামের বাড়িতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের  একটি দল  গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য তল্লাশীর নামে  মেম্বারের অবর্তমানে বাড়ি-ঘর তছনছ করার অভিযোগ পাওয়া গেছে। এসময়  বাড়ির আসবাবপত্র , ঘরের থালাবাসন, হাঁড়িকুড়ি,মালামাল,কাপড় চোপড়,  ইত্যাদি বের করে ছড়িয়ে ছিটিয়ে বাড়ির উঠানে ফেলে দেয়। এছাড়াও বাড়ির পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ ও অকথ্যভাষায় গালিগালাজ করেছে বলে বাড়ির মালিক সাবেক ইউপি মেম্বার আনারুল মেম্বার জানান।

জানা গেছে, সোমবার সকাল ৮ টার দিকে মেহেরপুর গোয়েন্দা সংস্থার একটি সাদা পোশাকধারীদল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশক্রমে  ভবানীপুর গ্রামের আনারুল মেম্বারের বাড়িতে সাঁড়াশি অভিযান চালায়। অভিযান চালিয়ে আনারুল ইসলামের বাড়ি-ঘরের জিনিসপত্র তছনছ করা হয়।
ঘটনার পর সাবেক ইউপিন সাবেক  মেম্বার আনারুল ইসলাম সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি  বলেন, আমি একজন সাদা মাটা মানুষ।অনেক কষ্টে আমি পরিবার পরিজন নিয়ে সংসা নির্বাহ করছি।মুরগীর ব্যবসায় লস খেয়ে বর্তমানে হাঁসের খামার করে কোনরকম দিনাতিপাত করছি।আমি বর্তমানে কাজীপুর ইউনিয়নের ভবানীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি দীর্ঘদিন ভবানীপুর গ্রামের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম। এবছর আমি কয়েক ভোটে পরাজয় বরণ করেছি। আমি জনগণের সেবা করেছি। আগামীতে আবারও আমি নির্বাচন করবো বলে ইচ্ছা পোষন করেছি। আমি কখনও কোন অপরাধে জড়িত থাকি না। আমার প্রতিপক্ষরা আমাকে ফাসানোর জন্য এরকম চক্রান্ত  করতে পারে। তিনি বলেন, আমার বিরুদ্ধে গাংনী থানায় কোন মাদকের মামলা নেই। আমি জনপ্রতিনিধি হিসেবে প্রায়শঃ থানা ও পুলিশের সাথে  বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকি। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, আমি যদি মাদক ব্যবসায় জড়িত থাকি ,যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে আমাকে আটক করে যে শান্তি দিবে আমি মাথা পেতে নেব। অভিযানের নামে আমার বাড়িতে মালামাল তছনছ করা হয়েছে। আমার মা ও স্ত্রী পরিবার পরিজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এমনকি হাত পা ভেঙ্গে দেয়াসহ হুমকি দেয়া হয়েছে।  আমি নির্দোষ ব্যক্তি। আমার বাড়িতে তল্লাশী চালিয়ে  কোন মাদক দ্রব্য উদ্ধার করতে পারেনি। অথচ আমার প্রতিবেশী চাচা এবং আমার মা ও আমার স্ত্রীর নিকট থেকে জোরপূর্বক স্বাক্ষর করে নিয়েছে।আমার ছোট শিশুকেও ভয়ভীতি দেখানো হয়েছে।  যেটা আইনগতভাবে অবৈধ।  আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই।  আমার ভয় হয় , যে কোন সময় প্রশাসনের লোকজন আমাকে মাদক দিয়ে হেনস্থ করতে পারে। আমার পরিবার ও আমাকে হেয় করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।