গাংনীস্থ র‍্যাবের পৃথক অভিযানে নারীসহ ২ জন আটক : মাদক উদ্ধার


mdiganta প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৩, ৪:১৬ অপরাহ্ন /
গাংনীস্থ র‍্যাবের পৃথক অভিযানে নারীসহ ২ জন আটক : মাদক উদ্ধার

ঊপরে র‍্যাবের মাঝে আটককৃত ২জন।

গাংনী প্রতিনিধি : র‍্যাব-১২ এর
মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যদের পৃথক অভিযানে নারীসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের চাঁদ মহাম্মদ এর ছেলে মোজাম আলী (৫৪) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের সুমন মালিথার স্ত্রী আছিয়া বেগম (৩১)।

শুক্রবার বিকেলে গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৫ বােতল ফেনসিডিলসহ মােজামকে আটক করা হয়।
একই সময়ে মিরপুর উপজেলার আশাননগর গ্রাম থেকে ৯৫ বােতল ফেনসিডিলসহ আছিয়াকে
আটক করা হয়।

শনিবার দুপুর ১২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাংনী
র‍্যাব ক্যাম্প সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করে।

গাংনী র‍্যাব ক্যাম্পের কমান্ডার ও
সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব-১২ গাংনী ক্যাম্প সূত্র জানায়, র‍্যাবের দুটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুরের গাংনী থানা ও কুষ্টিয়ার মিরপুর থানায় পৃথক মামলাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।