গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের এক গানেই বাজিমাত


mdiganta প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ৮:১২ পূর্বাহ্ন /
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের এক গানেই বাজিমাত

স্টাফ  রিপাের্টার  : “আজাে আমি ভূলিনি তােমায়, কতােটা কেটেছে কতােটা সময়, নিরবে চােখের জল ফেলেছি শুধুই” । গানের এ কথাগুলাে শুধু দেশে নয় প্রবাসীদের মুখে গুনগুন শােনা যাচ্ছে। মৌলিক আঙ্গিকের এ গানটি দেশ-বিদেশী বাংলা ভাষাীদের মনে নাড়া দিয়েছে। সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

গেলাে পবিত্র ঈদুল ফিতরের আগেই আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ গানটি বাজিমাত করে।
মেহেরপুরের গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের গাওয়া এ গানটি এখন সব বয়সী মানুষের মুখে-মুখে। ওসি আব্দুর রাজ্জাক এর আগেও এসএ টিভির একটি নাটকে “তুই যে আমার পূর্ণিমারী চাঁদ” নামক গান গেয়ে দর্শক প্রিয়তা পেয়েছেন।
ওসি আব্দুর রাজ্জাক গাংনী থানাতে যােগদানের পর থেকে সাধারণ জনগণের সাথে মিশে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। যােগদানের পর থেকে তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছেন,এমন মন্তব্য সর্বমহলের। পারিবারিক,সামাজিক,রাজনৈতিকদের মধ্যে যেনাে কােন সহিংসতা ও সহিংসতা সৃষ্টি না হয়। সে লক্ষে নিরলস কাজ করে চলেছেন। এ থানার মানুষ তাকে ওসি হিসাবে না দেখে জনগণের বন্ধু হিসাবে দেখছেন।

গানের গীতিকার
সাংবাদিক জুলফিকার কানন। গানে সুর আরােপ করেছেন তরুণ সুরকার এসএম সেলিম রেজা।

গীতিকার জুলফিকার কানন বলেন,আসলে গানটি যখন লিখি। তখন ভাবতেই পারিনি শ্রোতা-দর্শক এভাবে
গানটিকে হৃদয়ে নেবে। আমার লেখা একাধিক এর আগে বিভিন্ন শিল্পী গেয়েছেন। তবে এ গানটি এবার বিরহের হওয়ায় কেনাে যেনাে হৃদয়ে শ্রোতাদের হৃদয়ে গেতে গেছে।
মেহেরপুরের গাংনী উপজেলার প্রত্যন্ত এলাকা বাওট গ্রামে বেড়ে ওঠা সাংবাদিক ও গীতিকার জুলফিকার কানন ছােট বেলা থেকেই গান-কবিতা লেখা-লেখি শুরু করেন। পরবর্তিতে তিনি গীতিকার হিসাবে খ্যাত হন।
যৌবনে তিনি সাংবাদিকতা পেশা বেছে নেন। সবশেষে বেশ কিছু গান লিখে গীতিকার হিসাবে সর্বমহলে পরিচিত লাভ করেন ।

এদিকে নতুন গানের সাড়া জাগানাে কণ্ঠশিল্পী ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,আমি পুলিশে চাকরী করলেও নিজের পেশাগত দায়িত্ব পালন করার পর যেটুকু সময় পায়। সেসময় টুকু গান গেয়ে কাটায়। স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযােদ্ধাদের ভূমিকা যেমন ছিল অতুলনীয়। তেমনি সকল মানুষের চেষ্টার কােন ত্রুটি ছিলােনা। আর স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিকামী মানুষকে শান্ত ছুরির ধার এর ন্যায় গান গেয়ে জনতাদের জাগ্রত করেছিলেন দেশের খ্যাতনামা শিল্পীরা। আমি মনে করি
গানের মাধ্যমে সমাজে ভাল কিছু দেয়া যায়
“নিবরে চােখের জল” নামক এ গানে নায়ক চরিত্রে মডেল হিসাবে কাজ করেছেন গাংনী থানার কনস্টেবল সাকিব,নায়িকা চরিত্রে কাকন। এবং খল নায়ক চরিত্রে অভিনয় করেছেন ভিন্ন জগতের মানুষ। যার পেশা সমাজের মানুষের দু:খ-কষ্ট ও সফলতা লেখনীর মাধ্যমে তুলে ধরা। তিনি হচ্ছে সাংবাদিক সাহাজুল সাজু।
খল চরিত্রে অভিনয় প্রসঙ্গে সাহাজুল সাজু বলেন,গানটির স্যুটিং দেখতে গিয়ে এভাবে ক্যামেরা বন্দি হবাে আমার আগে জানা ছিলােনা। গানটির গীতিকার জুলফিকার কানন ও সুরকার এসএম সেলিম রেজা,পরিচালক রাসেল আহমেদসহ কলাকুশলীর প্রস্তাবের কারণে আমি ক্যামেরায় নিজে আটকিয়েছি। আসলে,ক্যামেরার সামনে মডেলিং করা এই প্রথম আমার। পরিচালকসহ কলাকুশলীদের দেখানাে ১০ বার পর আমি কিছুটা অভিনয় করার চেষ্টা করেছি।