গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


mdiganta প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ১:২১ অপরাহ্ন /
গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
  • গাংনী সংবাদদাতা  : স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা,র‍্যালি ও হাত ধোয়ার কৌশল শেখা।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল-এর
পরিচালনায়-সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এর প্রতিনিধি মনিরুজ্জামান আতু।

এসময় বক্তব্য রাখেন গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আলীমুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।