মেহেরপুরে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


mdiganta প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৩:৪০ অপরাহ্ন /
মেহেরপুরে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম দিগন্ত : মেহেরপুরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার।

সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান।

জেলা প্রশাসনের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনসুর আলম খান।

সভায় জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শক্ষিার্থীরা উপস্থিত অংশগ্রহণ করেন।

সভায় মেহেরপুর জেলার ঐতিহাসিক দিক ও বর্তমান সময়ে বিভিন্ন অর্জনগুলো তুলে ধরেন জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান।

পরে জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন বিভাগীয় কমিশনার।