গাংনী সংবাদদাতা : বিগত সংসদ নির্বাচনের পূর্বে সরকারের দেয়া সংখ্যালঘুদের স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহের দাবীতে মেহেরপুরের গাংনীতে গণ-অনশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে
গণ-অনশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা শাখা এ গণ-অনশনের আয়োজন করে।
গণ-অনশনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,বর্তমান সরকার অসাম্প্রদায়িক সরকার। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিলেও অদ্যবদি সে প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই, এ দাবি পূরণ না করলে,আগামীতে বিভিন্ন কর্মসূচি দেয়া হবে।
আপনার মতামত লিখুন :