গাংনীতে ঈদ বইমেলা-২০২৪” গ্রান্ড ওপেনিং আগামীকাল ৫ এপ্রিল


mdiganta প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৭:৩২ অপরাহ্ন /
গাংনীতে ঈদ বইমেলা-২০২৪” গ্রান্ড ওপেনিং আগামীকাল ৫ এপ্রিল

প্রিয়জন,
পোশাকের পাশাপাশি
আসেন
“বঙ্গবন্ধু

মুক্তিযুদ্ধ বিষয়ক”
বই পড়ে
সঠিক ইতিহাস জানি।
তাই
“বঙ্গবন্ধু এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার”
আয়োজন করেছে..
ঈদ বইমেলা -২০২৪
আপনি
সবান্ধব আমন্ত্রিত!

স্থান :
শুভ উদ্বোধন সকাল ৯টা
৫ ই এপ্রিল।
চৈত্র মাসের এই কাঠ ফাটা
খরানি মাথা নিয়ে প্রানের বই মেলা
চলবে
(৫ এপ্রিল থেকে চাঁদ রাত পর্যন্ত)
চলে আসুন একলা
বা
দুকলা!
মন্ডল সুপার মার্কেটের সামনে।
গাংনী বাজার, মেহেরপুর।

আমন্ত্রণে
রাজু আহমেদ বনি
পরিচালক
বঙ্গবন্ধু এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার।