এম দিগন্ত : মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আছাদুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)।
বুধবার দুপুর আড়াইটার দিকে নিজন কর্মস্থলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এসময় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে,খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো: হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে নেওয়ার পর তার পরীক্ষা নিরীক্ষার সময় পালস কাজ করছিল না। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আসাদুজ্জামান মেহেরপুর এলজিইডিতে ২০১৯ সাল থেকে নির্বাহী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা এলাকায় ।
আপনার মতামত লিখুন :