গাংনীতে এমপি সাগরকে পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা


mdiganta প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন /
গাংনীতে এমপি সাগরকে পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা

গাংনীতে এমপি সাগরকে পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা

সাহাজুল সাজু : মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা অডিটােরিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়।
গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী)
আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক  সাধন চন্দ্র দাশ এর সঞ্চালনায়-
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হােসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সােবহান,আওয়ামী লীগের সিনিয়র নেতা ইকরামুল হক,বীর মুক্তিযোদ্ধা সােহরাব হােসেন,গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র দাশ।