মেহেরপুরে ভূমিকম্প অনুভূত


mdiganta প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৯:০৫ অপরাহ্ন /
মেহেরপুরে ভূমিকম্প অনুভূত
   মেহেরপুরে ভূমিকম্প অনুভূত
সাহাজুল সাজু  : মেহেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮ টা ৭ মিনিটে এ জেলার উপর দিয়ে অনুভুত হয়।
তবে কােন ক্ষয়ক্ষতি হয়নি। তবে জেলা ব্যাপি আতঙ্কিত হয়ে পড়ে।
জেলার গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন,মেহেরপুর জেলা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়।
যতােটুকু জানতে পেরেছি, ভূমিকম্পের মাত্রা ছিল -৪দশমিক ৫ মাত্রা।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের নদীয় জেলার করিমপুর এলাকায়।  যার দুরত্ব মেহেরপুর জেলা  থেকে ১০ কি: মি:।
তবে ভূমিকম্পে মেহেরপুর জেলায় কােন ক্ষয়ক্ষতি হয়।