গাংনীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের ঢল
সাহাজুল সাজু : মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়ােজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শােভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক,জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে-আব্দুল আউয়াল,মনিরুজ্জামান গাড্ডু ও আলফাজ উদ্দীন।
এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দাল হক,সাধারণ সম্পাদক গােলাম কাউছার,গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ হােসেন,গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :