গাংনীতে মাঠে কাজ করতে কৃষকের মৃত্যু


mdiganta প্রকাশের সময় : মে ২৫, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন /
গাংনীতে মাঠে কাজ করতে কৃষকের মৃত্যু

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মাঠে কাজ করার সময় সিরাজ আলী মন্ডল (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন

প্রচন্ড গরমের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
কৃষক সিরাজ মন্ডল আকুবপুর গ্রামের মৃত ছায়েত আলীর ছেলে।

শনিবার  সকালের দিকে গ্রামের মাঠে অসুস্থ হলে,সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কৃষক সিরাজ মন্ডল নিজের জমিতে ধান কাটা-মাড়াইয়ের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। মাঠের অন্যানঋ কৃষকরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।