গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পাশের আনন্দে নানা বাড়িতে মিষ্টি দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় জিন্নাতুজ্জামান চঞ্চল (১৬) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত চঞ্চল জেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মােল্লাপাড়ার রকিবুজ্জামানের ছেলে। চঞ্চল এবারে স্থানীয় সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছেন।
সােমবার দুপুর আড়াইটার দিকে গাংনী-কাথুলী সড়কের ডিসি ইকােপার্কের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল হােসেনের বন্ধু আলিফ হােসেন জানান,এবারের এসএসসি পরীক্ষায় চঞ্চল পাশ করেছে। পাশের আনন্দে চঞ্চল ধলা গ্রামে তার নানার পরিবারকে মিষ্টি দিতে গিয়েছিল । একটি অটােভ্যানে চড়ে ফেরার পথে ভাটপাড়াস্থ ডিসি ইকােপার্কের কাছে পৌঁছালে,বিপরীত দিক থেকে একটি ট্রাক অটােভ্যানকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় চঞ্চল সড়কে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে,কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘােষণা করেন।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :