মিথ্যা অভিযোগের প্রতিবাদে-
গাংনীর মাইলমারী গ্রামের সাবুর আলীর বক্তব্য
স্টাফ রিপাের্টার : সৌদি আরবে কর্ম দেয়ার কাজে সহযােগিতা করার পরও মিথ্যা অভিযােগ করায় প্রতিবাদি বক্তব্য দিয়েছেন সাহাবুদ্দীন ওরফে সাবুর আলী নামের এক কৃষক। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাইলমারী গ্রামের বাসিন্দা।
প্রতিবাদী বক্তব্যেই সাবুর আলী জানান,আমি পেশায় একজন কৃষক হলেও গ্রামের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহযােগিতার হাত বাড়িয়ে থাকি । ইতােমধ্যে এজেন্টর মাধ্যমে গ্রামের বেশ কিছু বেকার-যুবককে প্রবাসে পাঠানাের কাজে সহযােগিতা করেছি । তারই ধারাবাহিকতায় গত ৩ মাস আগে গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রকিবুলকে সৌদি আরবে পাঠানাের কাজে সহযােগিতা করেছি । রকিবুল শ্রমিক হিসাবে সৌদি আরবে গিয়েছে । যা কাগজপত্রাদিতে উল্লেখ রয়েছে। সেখানে গিয়ে রকিবুল কাজে মনােনিবেশ করতে না পেরে আমাকে দায়ি করছেন।
তিনি আরাে বলেন,রকিবুলের মতাে অনেকেই এভাবে প্রবাসে গিয়েছেন। এবং কাজ করছেন। বেতনও পাচ্ছেন । রকিবুল এখন কােম্পানীর সহজ কাজগুলাে বেছে বেছে করবেন। কােম্পানীতে রয়েছে এমন অন্যরা যদি সকল কাজ করতে পারে। রকিবুল করবেন না কেন? রকিবুল বিদেশ থেকে এবং তার পরিবার দেশে থেকে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি বর্তমান ভয়ে রয়েছি। আমাকে যেকােন মুহূর্তে ক্ষতি করে দিতে পারে। তাই প্রশাসনসহ সকলের কাছে সহায়তা কামনা করছি।
আপনার মতামত লিখুন :