গাংনীতে অগ্নিকান্ডে দােকান পুড়ে ছাই
mdiganta
প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন /
০
গাংনীতে অগ্নিকান্ডে দােকান পুড়ে ছাই
কামাল হােসেন খাঁন : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মুদি দােকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৩ মার্চ) ভােররাতে কসবা গ্রামের জারমান আলীর ছেলে ছহিউদ্দীনের মুদি দােকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুদি দােকানদার ছহিউদ্দীন জানান,অন্যান্য রাতের ন্যায় শুক্রবার রাতে দােকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যায়। ভােররাতে আমার দােকান পুড়ে ছাই হয়ে গেছে এমন খবর দেন স্থানীয়রা।
দােকানে গিয়ে দেখি মালামাল বিক্রির নগদ ১০ হাজার টাকা ও দােকানের মালামালসহ আনুমানিক ৯০ হাজার টাকার মালামাল পুড়ে মাটির সাথে মিশে গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুত লাইনের শট সার্কিট হয়ে আগুনের ঘটনা ঘটেছে। এনজিও থেকে ঋণ নিয়ে মুদি দােকানের মালামাল কিনে ব্যবসা করছিলাম। আগুনে আমার সর্বনাশ করে গেলাে।
স্থানীয় ধানখােলা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :