মনিরুল ইসলাম : মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর-হাড়াভাঙ্গা, ভায়া রামনগর হাট সড়ক পাঁকা করণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য,ডাক ও টেলিযােগাযােগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী
সাখাওয়াত হােসেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা এলজিইডির প্রকৌশলী ফয়সাল হােসেন,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গাংনী উপজেলা এলজিইডি সূত্র জানায়,২০২৩-২৪ অর্থ বছরের ২ কােটি, ৪০ লক্ষ, ৬৩ হাজার,১৯৫ টাকা,২৪ পয়সা ব্যয়ে এই সড়ক পাঁকা করণের কাজ বাস্তবায়ন করছে গাংনী এলজিইডি।
এদিকে,দীর্ঘ বছরের এ ভাঙ্গা সড়কটি পাঁকা করণ সম্পূর্ণ হলে,এলাকার অন্তত: ১০ গ্রামের মানুষ ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ভাবে উপকৃত হবে।
আপনার মতামত লিখুন :