গাংনীর ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠিত


mdiganta প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন /
গাংনীর ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠিত

সাহাজুল সাজু : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টার দিকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। সেই সাথে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানানাে হয়।
পরে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলী আজগর।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দীনের সঞ্চালনায়-
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রােমানুল হক,সাবেক শিক্ষক রুস্তম আলী।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য,শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান।