গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর ১ বছরের কারাদন্ড


mdiganta প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন /
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর ১ বছরের কারাদন্ড

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে আসাদুজ্জামান রাব্বি (২৫) নামের একজনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিত আসাদুজ্জামান রাব্বি গাংনী উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম জানান, র্্যাব-১২ (গাংনী) ক্যাম্পের সহায়তায় আসাদুজ্জামান রাব্বিকে বৃহস্পতিবার সকালের দিকে ৮ টি নেশা জাতীয় ইঞ্জেকশন, দুই পুরিয়া গাঁজা ও ইনজেকশন পুশ করার সিরিঞ্জসহ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে রাব্বি তার অপরাধ স্বীকার করায়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/১(গ) ধারায় ৩৬/১(১৬) ধারা মোতাবেক তাকে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।