মেহেরপুরে  নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ


mdiganta প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৩, ৭:০৪ পূর্বাহ্ন /
মেহেরপুরে  নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

মেহেরপুরে  নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ঃ  মেহেরপুরে  নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী মেহেরপুর সদর উপজেলার মানবাধিকার সংগঠন  মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্বে করেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদর উপজেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হাশেম।
প্রশিক্ষণে ফ্যাসিলেটেটর হিসেবে মেহেরপুর জজ কোর্টের একজন আইনজীবী  প্রশ্নোত্তর করেন।
মানব উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার  সাদ আহমেদের সঞ্চালনায় প্রশিক্ষণ  কর্মশালায়  বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী  প্রধান আসাদুজ্জামান সেলিম, ঢাকা কেন্দ্রীয় সচিবালয় থেকে আগত জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ম্যানেজার নীলা গমেজ।
এছাড়াও এসময় প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা আক্তার, সাংবাদিক ও জেলা নারী নির্যাতন প্রতিরোধে ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম অল্ডাম,  অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক সহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।