মেহেরপুরে তামাকমুক্তকরণে সংবাদ সম্মেলন
মেহেরপুর প্রতিনিধি : তামাকমুক্ত করণে মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল আলম। এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল আলম লিখিত বক্তব্যেই বলেন,সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানীগুলো জনস্বাস্থ্য রক্ষায় এ কার্যক্রমকে ব্যাহত করছে। তাই দ্রুত সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা,তামাক কোম্পানীর প্রভাব থেকে নীতি সুরক্ষায় কাজ করা হউক। এছাড়ওি ট্রাস্কফোর্স কমিটিসমূহ সক্রিয় করা,আইন লক্সঘনে তামাক কোম্পানীর প্রতিনিধিকে আর্থিক জরিমানা করা,তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে সেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্ত করতে হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণনয়ন ও বাস্তবায়ন করতে হবে।
আপনার মতামত লিখুন :