মেহেরপুরের আমঝুপিতে বিদ্যুত স্পৃষ্টে নারীর মৃত্যু
আমঝুপি সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে বিদ্যুত স্পৃষ্টে বিলকিছ খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বিলকিছ ওই গ্রামের শেখপাড়ার মঈনুদ্দীন ওরফে মনির স্ত্রী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন সকালের দিকে বিলকিছ নিজ বাড়ির পাশে গোডাউনের লোহার দরজা খুলছিলেন। এসময় দরজার সাথে লেগে থাকা বৈদ্যুতিক তারের সাথে বিলকিছের শরীরে স্পর্শ করলে,তিনি মারাত্বক ভাবে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি জানান হাসপাতালে নেয়ার আগেই বিলকিছের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :