গাংনীতে মােটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু


mdiganta প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন /
গাংনীতে মােটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

স্টাফ  রিপাের্টার : মেহেরপুরের গাংনীতে মােটরসাইকেল থেকে পড়ে বেবী খাতুন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ২ সন্তানের জননী

নিহত বেবী গাংনী উপজেলার রাইপুর গ্রামের তুষার আলীর স্ত্রী। বেবীর বাবা একই গ্রামের রহিম উদ্দীন ওরফে জুলহাস।

শুক্রবার সকাল ৭ টার দিকে মেহেরপুর – কুষ্টিয়া সড়কের গাংনীর জােড়পুকুড়িয়ার চােখতােলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেবী চিকিৎসা নেয়ার উদ্দেশ্যে
তার বাবা জুলহাসের সাথে মােটরসাইকেলযােগে গাংনী উপজেলার বামন্দী শহরের দিকে যাচ্ছিলেন। তারা চােখতােলা নামক পৌঁছালে, মােটরসাইকেল থেকে ছিটকে বেবী । এসময় তার বাবা অক্ষত থাকলেও মেয়ে বেবী গুরুতরভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা জানান, বেবীকে চিকিৎসা দেয়ার আগেই মৃত্যু হয়েছে। মাথার রক্তক্ষরণের কারণে বেবীর মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি
নিশ্চিত করেছেন।