গাংনীতে শ্রমিক লীগের উদ্যােগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত


mdiganta প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ১০:০৬ অপরাহ্ন /
গাংনীতে শ্রমিক লীগের উদ্যােগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা মা ও বােনদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে তৃণমূল শ্রমিক জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে

মেহেরপুরের গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার শহীদ রেজাউল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ, গাংনী উপজেলা শাখার আয়ােজনে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক লীগ,গাংনী উপজেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম মনি।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভােকেট আব্দুস সালাম।

প্রধান অতিথি তার বক্তব্যেই বলেন, আওয়ামী লীগ হারিয়ে যাবার দল নয়। হারিয়ে যায় না। আওয়ামী লীগ সরকার দেশের কাঙ্খিত উন্নয়ন করেছে। দেশ এখন সারা বিশ্বের রােল মডেল।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন েেমেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি সাহিদুজ্জামান শিপু,গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মােতালেব হােসেন,গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ,শ্রমিক লীগ নেতা আবুল বাসার, গাংনী উপজেলা শ্রমিকলীগ নেতা আমিরুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হােসেন উজ্জল প্রমুখ।

সমাবেশে
সঞ্চালনা করেন গাংনী উপজেলা শ্রমিক লীগ নেতা আলাল উদ্দীন রিন্টু।