মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ ২জন নিহত


mdiganta প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন /
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ ২জন নিহত

মুজিবনগর সংবাদদাতা : মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ আনসার সদস্যসহ ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন-জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে আনসার সদস্য রাইসুল ইসলাম (২২) ও তার বন্ধু একই গ্রামের আজমত আলীর ছেলে বিজন হোসেন (২৩)।

আজ মঙ্গলবার ভোররাত ৫টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের চক শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মঙ্গলবার ভোরে আনসার সদস্য রাইসুল ও তার বন্ধু বিজন নিজ গ্রাম দারিয়াপুর থেকে একটি মোটরসাইকেলযোগে মেহেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে চক শ্যামনগর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় দু’বন্ধু সড়কের পাশে একটি ধানক্ষেতে ছিটকে পড়েন। এসময় পথচারীদের খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটিদল তাদের উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণেই তারা দুর্ঘটনার শিকার হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।