গাংনীর মহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত


mdiganta প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন /
গাংনীর মহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

গাংনী সংবাদদাতা  : মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সােমবার বিদ্যালয় চত্বরে দিনব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, আরোজ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পি,টি,আই সভাপতি, তরিকুল ইসলাম,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবুল হোসেন, মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইসতিয়াক আহমেদ চঞ্চল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা ।