গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মাহমুদ হাসিব


mdiganta প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৩, ৯:১৪ অপরাহ্ন /
গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মাহমুদ হাসিব

সাহাজুল সাজু  : বাংলাদেশ কৃষক লীগের মেহেরপুরের গাংনী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ হাসিব।

এর আগে তিনি কৃষকলীগের গাংনী উপজেলা শাখার সিনিয়র সহ—সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকালে কৃষক লীগের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়স্থ অফিস চত্ত্বরে আয়োজিত ১৫ মার্চ কৃষক সমাবেশ উৎযাপনের প্রস্তুতি সভা শেষে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

কৃষক লীগের গাংনী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাসিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উল আলম।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ওয়াসিম সাজ্জাদ লিখন।

গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায়- অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: আজিজুল হক বিশ্বাস, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম অনুরাগী, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম টুটুল, মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বামন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়ারুল ইসলাম, সাহারবাটী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনিরুল ইসলাম, কাথুলূ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: স্বাধীন আলী, রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব প্রমুখ।

উল্লেখ্য,একটি মামলার রায়ে কৃষক লীগের গাংনী উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমানের কারাদন্ড হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মাহমুদ হাসিবকে দায়িত্ব দেয়া হয়।