স্টাফ রিপাের্টার : মেহেরপুর সদর থানা চত্বরের মসজিদের পাশ থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফােরণে ২জন শিশু আহত হয়েছে । আহতরা হলাে- মেহেরপুর থানা পাড়ার নাসিম হােসেনের ছেলে সাঈদ হােসেন (১১) ও মেহেরপুর সদর উপজেলার গভীপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে আজমীর হােসেন (১১)।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর থানা মসজিদের পাশে এ ঘটনা ঘটে ।
আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে ভর্তি করার পর সাঈদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত আজমীর মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, মেহেরপুর সদর থানা চত্বরের থানা মসজিদের পাশে লাল কস্টেপ দিয়ে মােড়ানাে একটি ককটেল পড়ে থাকতে দেখে সাঈদ ও আজমীর। ককটেলটি খেলনা ভেবে সেটি নিয়ে তারা খেলা শুরু করে। একপর্যায়ে সেটি বিস্ফােরণ ঘটলে, দুজনই আহত হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার অমৃত সরকার জানান, বােমার আঘাতে দুই শিশু হাসপাতাল চিকিৎসা নিতে আসে। বােমা বিস্ফােরণের ফলে সাঈদের হাতের কব্জি বিছিন্ন হয় গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি মইনুল ইসলাম জানান,থানা চত্বরের মধ্যে মসজিদের পাশে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় হঠাৎ বিস্ফােরণ হয়ে দু’জন আহত হয়।
আপনার মতামত লিখুন :