গাংনীস্থ র‌্যাবের অভিযানে গাঁজাসহ দৌলতপুরের যুবক আটক


mdiganta প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ৫:৫২ পূর্বাহ্ন /
গাংনীস্থ র‌্যাবের  অভিযানে গাঁজাসহ দৌলতপুরের যুবক আটক

স্টাফ রিপাের্টার  : মেহেরপুরের গাংনীস্থ র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে । আটককৃত ওই যুবক হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের শরিয়াত মাজিদের ছেলে সােহেল রানা (২৫)।

সোমবার সন্ধ্যার দিকে র‌্যাব-১২ (সিপিসি) মেহেরপুরের গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার গোলাম ফারুকের নেতৃত্বে র‌্যাবের একটিদল তাকে আটক করে। ভাগজোত বাজার এলাকার নবগ্রাম হাইস্কুল রাস্তার সড়কে অভিযান চালিয়ে সােহেল রানাকে গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত আসামী সোহেল রানার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সেখানে হস্তান্তর করা হয়েছে।