মেহেরপুরে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালিত


mdiganta প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ৫:৪৩ পূর্বাহ্ন /
মেহেরপুরে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালিত

মেহেরপুরে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালিত হয়েছে।

বুধবার বিকেলে এ উপলক্ষে জেলার গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনি খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলা ভিশন টেলিভিশনের প্রতিনিধি তুহিন আরন্য,গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার খন্দকার আব্দুস শহিদ, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম।

দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার নির্বাহী সম্পাদক জুলফিকার আলী কানন এর সঞ্চালনায়- অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ রফিকুল ইসলাম পথিক, আরটিভির মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিক, এখন টিভির মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ মুন্না, গাংনী প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির মেহেরপুর প্রতিনিধি তৌহিদ-উদ-দৌলা রেজা,দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম অনুরাগী,মােহনা টিভির মেহেরপুর প্রতিনিধি ফারুক আহমেদ,এশিয়ান টিভির প্রতিনিধি ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
নূরুজ্জামান পাভেল, এশিয়ান টিভির প্রতিনিধি মিনারুল ইসলাম,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি তােফায়েল আহমেদ,
মাই টিভির গাংনী উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন,দৈনিক ভােরের ডাক পত্রিকার প্রতিনিধি জুরাইস হােসেন, গ্লোবাল টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ,দৈনিক লাখাে কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল,দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি লিটন মাহমুদ, বিডি লাইভ ২৪ এর মেহেরপুর প্রতিনিধি জাহিদ মাহমুদ, দৈনিক প্রথম বাংলাদেশের মেহেরপুর প্রতিনিধি কামাল হোসেন খান, সাংবাদিক মীর শামীম,আবু সাঈদ, আনোয়ার হোসেন, মেহের আলী বাচ্চু,মিয়াদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবজমিন গণ মানুষের কথা বলে। দেশে প্রচলিত পত্রিকাগুলোর মধ্য মানবজমিন সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এসময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।