সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য’র ফুপুর ইন্তেকাল
স্টাফ রিপাের্টার : মেহেরপুরের প্রথম পোস্ট মাষ্টার মতিয়ার রহমানের সেজো মেয়ে ও মেহেরপুরের সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য’র সেজো ফুপু মুসফেকা রহমান (ছোট কচি) ইন্তেকাল করেছেন( (ইন্না ———রাজিউন)।
বুধবার দুপুরের দিকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মুসফেকা রহমান (ছোট কচি) আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল উইমেনস্ ক্লাবের সহ-সভাপতি ছিলেন।
মৃত্যুকালে,তিনি স্বামী,১ মেয়েসহ অসংখ্য গুনাগুহী রেখে গেছেন ।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে মরহুমার জানাজা শেষে শহরের শেখপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এদিকে সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য’র সেজো ফুপু মুসফেকা রহমান (ছোট কচি)’র জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :