গাংনীতে লড়াই করা ২গরুর ধাক্কায় নারীসহ ২জন আহত


mdiganta প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ন /
গাংনীতে লড়াই করা ২গরুর ধাক্কায় নারীসহ ২জন আহত

স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনী উপজেলার গােপালনগর গ্রামের তেলপাম্পের কাছে গরুর লড়াই চলাকালীন অবস্থায় গরুর ধাক্কায় ২জন মােটরসাইকেল আরােহী আহত হয়। আহতরা হলেন-

গাংনী উপজেলার রাইপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও তার স্ত্রীর বড় বোন (জেষ্ঠ) এবং একই উপজেলার গোপালনগর গ্রামের মহাসিন আলীর স্ত্রী আশুরা খাতুন (৫৬)।

বুধবার বিকেলের দিকে গাংনী-হাটবোয়ালী সড়কের গোপালনগর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা
ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে
তাদের শারীরিক অবস্থার অবনতি হলে,সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা জানান,আব্দুর রহমান ও আশুরা মোটরসাইকেলযোগে গোপালনগর গ্রাম থেকে রাইপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় গোপালনগর তেল পাম্পের সামনে রাস্তার উপর দুটি গরু লড়াই করতে থাকে। এক পর্যায়ে গরু দুটি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় আব্দুর রহমান ও আশুরা মারাত্বক আহত হন।