বামন্দী সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের
একটি ইটভাটার নিকট থেকে ২টি বােমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে স্থানীয় কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশের একটিদল।
মঙ্গলবার দিবাগত রাতে ছাতিয়ান গ্রামের একটি ইটভাটার নিকট থেকে বােমা সদৃশ্য বস্তুগুলাে উদ্ধার করা হয়।
স্থানীয় যুবক সােহেল রানা জানান, ছাতিয়ান গ্রামের একটি ইটভাটা সংলগ্ন রাস্তার উপর বােমা আকৃতির ২টি বস্তু পড়ে থাকতে দেখে পথচারীরা। এসময় স্থানীয় কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটিদল লাল কস্টেপ দিয়ে মােড়ানাে বস্তু দু”টি পানি ভর্তি বালতি করে ক্যাম্পে নিয়ে যায়।
কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই আবুল কালাম বােমা সদৃশ্য বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কােন সন্ত্রাসী চক্র চাঁদা দাবি করার পর ব্যর্থ হয়ে ভয়ভীতির প্রদর্শন করার লক্ষে এমনটি করেছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :