গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ২জন আহত


mdiganta প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৩, ৮:২৬ অপরাহ্ন /
গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ২জন আহত

স্টাফ রিপাের্টার  : মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামে ঘাস কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২জন আহত হয়েছেন। আহতরা হলেন-গাঁড়াবাড়ীয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে লাল্টু হােসেন ও একই গ্রামের আইনুদ্দীনের স্ত্রী লিলুফা খাতুন।

বৃহস্পতিবার দুপুরের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে লাল্টুর জমিতে ঘাস কাটছিলেন গাঁড়াবাড়ীয়া গ্রামের কাউছার আলীর ছেলে আইনুদ্দীন। এ নিয়ে লাল্টু ও আইনুদ্দীনের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন আইনুদ্দীনের স্ত্রী লিলুফা। এসময় লাল্টু ক্ষিপ্ত হয়ে লিলুফাকে পিটিয়ে আহত করেন। প্রতিশােধ নিতে আইনুদ্দীন লাল্টুকে পিটিয়ে আহত করেন।