গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে বই উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত


mdiganta প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন /
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে বই উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত

সাহাজুল সাজু : মেহেরপুরের ঐতিহ্যবাহী গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে বই উৎসব, সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপি আয়ােজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হােসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া এল জি ই ডির তত্বাবধায়ক প্রকৌশলী গাংনীর কৃতি সন্তান আবু-হেনা-মস্তফা কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ও মলিয়ারার সঞ্চালনায়-এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক আলহাজ্ব শফি কামাল পলাশ ও জুলফিকার হায়দার।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নতুন বছরের বই হাতে তুলে দেন অতিথিবৃন্দরা।

পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।