মুজিবনগরে মহিলা জামায়াতের ৮ নেতা-কর্মি আটক  : সাংগঠনিক বই উদ্ধার


mdiganta প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ৩:৫৪ অপরাহ্ন /
মুজিবনগরে মহিলা জামায়াতের ৮ নেতা-কর্মি আটক  : সাংগঠনিক বই উদ্ধার

মুজিবনগর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগর উপজেলার গােপালনগর গ্রাম থেকে জামায়াতের ৮জন নারী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালীন সময়ে
তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে । এসময় সাংগাঠনিক বই উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-
মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাস্টারের স্ত্রী রােকেয়া খাতুন ( ৪২),
শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন(২৮), মোনাখালী গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন(৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি (৩৪), শিবপুর মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন(৩৮), রামনগর মধ্যপাড়ার দুরুুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন, (৪৪) শিবপুর গলাকাটা পাড়ার নজরুল ইসলাম মালীতার স্ত্রী সালেহার খাতুন(৪০), এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতী (২৫)।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় গোপালনগর গ্রামের মোশাররফ মাষ্টারের বাড়িতে অভিযান চালিয়ে
তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান,আটককৃত জামায়াতের নারী নেতা কর্মীরা সরকার সম্পর্কে মিথ্যা রটনা ছড়িয়ে নাশকতকা সৃষ্টিসহ জনগণের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে আইনশৃংখলার অবনতি করার লক্ষে ২০/২৫ জন গােপালনগর গ্রামের মােশাররফ মাস্টারের বাড়িতে গােপন বৈঠক করছিল। গােপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ৮জন নারী নেতাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়। আটককৃতদের মেহেরপুর আদালতে সােপর্দ করা হয়েছে।

তারিখ-৩০-১২-২০২২ ইং