গাংনী সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে দৈনিক আমাদের সূর্যােদয় পত্রিকার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গাংনী সূর্যােদয় স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমাদের সূর্যােদয় পত্রিকার ব্যবস্থা পরিষদের সভাপতি প্রভাষক আলহাজ্ব শফি কামাল পলাশ।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমাদের সূর্যােদয় পত্রিকার উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।
অনুষ্ঠানে প্রধান আলােচক ছিলেন পত্রিকার উপদেষ্টা পরিষদের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, আওয়ামী খােকন মিয়া।
দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার নির্বাহী সম্পাদক জুলফিকার আলী কানন-এর পরিচালনায়-পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবুল কাশেম অনুরাগী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গাংনী প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান,দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি প্রেসক্লাবের সভাপতি বাপ্পারাজ ইয়ারুল, এশিয়ান টিভির গাংনী উপজেলা প্রতিনিধি মিনারুল ইসলাম, মেহেরপুর নিউজের বারাদী প্রতিনিধি এসআই বাবু,চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক নাসির উদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সূর্যােদয় পত্রিকার কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা এলাকার প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তব্য প্রদানকালে,বক্তারা বলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে মেহেরপুর জেলা থেকে প্রকাশিতব্য দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকাটি সকল পাঠকের মনে জায়গা করে নেবে। মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে নয়, বরং সত্য ও পজেটিভ সংবাদ প্রকাশের মাধ্যমেই মানুষের অন্তরে স্থান করে নেবে আমাদের দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকাটি।
উল্লেখ্য, মেহেরপুর জেলা থেকে প্রকাশিতব্য দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশনার লক্ষ্যে পরিচিতি সভার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :