মুজিবনগর সংবাদদাতা :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে
গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৪ লক্ষ ৮ হাজার ৭৬৭ টাকা ব্যয়ে নির্মিত কেদারগঞ্জ হাটের জেলা পরিষদ মার্কেট ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মার্কেট ভবনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারা বাংলাদেশের হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাটের মার্কেট ভবন নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আপনারা অনেক সরকারকেই দেখেছেন। বর্তমান সরকারের মত এতাে উন্নয়ন আর কোন সরকার করেনি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সারা বাংলাদেশের জনগণের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। আওয়ামী সরকার মুজিবনগর উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছে । তাই এ সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে কোন গুজবে কান না দিয়ে সরকারের পক্ষে থাকুন। নৌকায় ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) লিউজা উল জান্নাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি, মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান , উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব প্রমুখ।
আপনার মতামত লিখুন :