মেহেরপুরে বড়দিন উৎসব পালিত


mdiganta প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২২, ৪:২৮ পূর্বাহ্ন /
মেহেরপুরে বড়দিন উৎসব পালিত

মেহেরপুরে ২৯ টি গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিন পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে আটটায় গীর্জায় প্রভুর ভোজের উপসানালয়ের মধ্যে দিয়ে বড়দিন শুরু হয়। মেহেরপুর জেলা শহরের গীর্জাসহ মুজিবনগর উপজেলার বল্লভপুর, ভবের পাড়া, রতনপুর,গাংনী উপজেলার নিত্যনন্দপুর,চৌগাছাসহ ২৯টি গীর্জায় এক যোগে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এর আগে শনিবার রাত ১২ টার দিকে প্রদীপ প্রজ্বলন ও আতশবাজিসহ নানা আয়োজনের মধ্য বড় দিনকে বরণ করে নেয় খ্রীস্টান সম্প্রদায়ের মানুষেরা। ২৫শে ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে রবিবার দুপুর বারোটা থেকে গীর্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বড়দিনকে ঘিরে খীস্টান পল্লীগুলো সেজেছে বর্ণিল সাজে। বড়দিনকে ঘিরে খ্রীস্টানপল্লীগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা।