মুজিবনগরে বিদ্যুত স্পৃষ্টে কিশাের নিহত


mdiganta প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৯:০৫ অপরাহ্ন /
মুজিবনগরে বিদ্যুত স্পৃষ্টে কিশাের নিহত

মুজিবনগর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে বৈদ্যুতিক শকে মিরাজুল (১৪) নামের এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে আনন্দবাস গ্রামের মসজিদ পাড়ায় আশরাফুল ইসলামের বসতবাড়ির ছাদে এস এস পাইপ উঠানোর সময় বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পর্শ করলে শক খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন বয়রা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে আনন্দবাস গ্রামের মসজিদ পাড়ায় আশরাফুলের বসত বাড়ির ছাদে এস এস পাইপ উঠানোর সময় বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পর্শ করলে শক খায় মিরাজুল। এ সময় মেইন লাইনের সাথে এস এস পাইপের অসাবধানতা বশত বিদ্যুতায়িত হলে সে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।