গাংনী উপজেলা এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদার মিঠুর সংবাদ সম্মেলন


mdiganta প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২, ৮:১৯ অপরাহ্ন /
গাংনী উপজেলা এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদার মিঠুর সংবাদ সম্মেলন

স্টাফ রিপাের্টার  : মেহেরপুরের গাংনী উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী ফয়সাল আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠু।

রবিবার বিকেলে ঠিকাদার মিঠু তার প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে প্রকৌশলী ফয়সাল আহমেদ-এর বিরুদ্ধে হয়রানি ও উৎকোচ নেয়ার অভিযোগ করা হয়েছে।

লিখিত বক্তব্যেই ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠু বলেন, আমি উপজেলার মটমুড়া ইউনিয়ন ভূমি অফিসের একটি কাজ করছি । এলজিইডি অফিসের নির্দেশে গত বছরের অক্টোবর মাসে কাজ শুরু করি। প্রকৌশলী ফয়সাল আহমেদ গাংনী অফিসে যােগদান করার পর থেকে ওই অফিসের এসও আলাউদ্দীন ও সার্ভেয়ার আক্তার হোসেন বিভিন্ন সময়ে কৌশলে টাকা নিয়ে থাকেন। প্রত্যেকটি বিল বাবদ প্রকৌশলীকে ৩% আলাউদ্দীনকে ২% ও সার্ভেয়ারকে ১% ঘুষ দিতে হয়। ঘুষ নেয়ার পরও বিভিন্ন অজুহাতে একাধিকবার নির্মাণ কাজ ভেঙ্গে ফেলতে হয়। পরে মােটা অংকের টাকা উৎকােচ গ্রহণ করেন। এবং পূনরায় কাজ করিয়ে নেন। আজ রবিবার সকালের দিকে প্রকৌশলী ফয়সাল শহিদুল ইসলাম নামের একজনকে সাথে নিয়ে কাজ পরিদর্শনে যান। সে সময় ভবনের গ্লাস লাগানো ও কলাপসবল গেটের পাশে টাইলস ভেঙ্গে একটি এঙ্গেল ঠিক করতে বলেন। কিন্ত কাজ শেষ হবার পর টাইলস ভাঙ্গার বিষয়টি বিবেচনা করতে বললে প্রকৌশলী তার সাথে থাকা শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তির মাধ্যমে ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। অন্যথায় কাজটি হস্তান্তর ও বিল পেতে দেরি হবে বলেও জানান দেন। এ নিয়ে আমি প্রতিবাদ করায় প্রকৌশলী ফয়সাল আহমেদ নানা ধরণের অপপ্রচার চালাচ্ছেন। এমনকি আমার নামে মামলা করারও হুমকি প্রদান করেন।