প্রিন্স জিয়ারুল : মেহেরপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বহুমুখী মানব কল্যাণ সংস্থা নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ বৃহস্পতিবার মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বেসরকারী টেলিভিশন এনটিভির সাবেক বিশেষ প্রতিনিধি আহম্মেদ পিপুল, পৌর প্যানেল মেয়র মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতিত্ব নুরুল আহম্মেদ।
অনুষ্ঠানে ৫শ জন হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের প্রথম দিকে কম্বল পেয়ে খুশি তারা।
বক্তারা বলেন, হতদরিদ্রদের মাঝে শুধু শীতবস্ত্র বিতরণ নয়, অসহায় শিক্ষার্থীদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে কম্পিউটর ও ড্রাইভিং প্রশিক্ষণ। এতে করে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারছেন।
আপনার মতামত লিখুন :