স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের পশ্চিমপাড়ার কাউছার হােসেন ওরফে লাল্টুর বাড়ির রান্না ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সময় আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে আয়েশা খাতুন নামের ৪ বছর বয়সী এক অবুঝ শিশু।
বৃহস্পতিবার বিকেল সােয়া ৫টার দিকে দেবীপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বিকেলের দিকে লাল্টুর বাড়ির রান্না ঘরের চূলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির আঙ্গিনার পাটকাঠিগাঁদায়। পাটকাঠির গাঁদার অদূরে খেলছিল ওই মহল্লার শিশু আয়েশা। আয়েশাকে আগুন থেকে রক্ষা করতে এক নারী ছুটে এসে কােলে তুলে নেন।
এদিকে, আগুনের লেলিহান শিখা যখন প্রকােপ আঁকার ধারণ করে। ঠিক তখন সােহেল রানা বাবু নামের এক সাংবাদিক ব্যক্তিগত কাজের যেতে অগ্নিকান্ডের ঘটনাটি লক্ষ্য করেন। এবং জীবনের ঝুকি নিয়ে স্থানীয় লােকজনকে সাথে করে আগুন নেভাতে সক্ষম হন।
সাংবাদিক সােহেল রানা বাবু বলেন,দেবীপুরে গিয়েছিলাম ব্যক্তিগত কাজে। দেবীপুর গ্রামে ঢুকতে দেখি একটি বাড়িতে আগুন লেগেছে। পাশে একটি অবুঝ শিশু খেলা করছিল। আগুনে শিশুটি পুড়ে মরবে। তাই,মানবিক জায়গা থেকে বিবেচনা করে আগুন নেভায়।
আপনার মতামত লিখুন :