স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই বাজারের ২৯ টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দিয়েছে মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, ধানখোলা বাজারের ভাই ভাই স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা, একই ধারায় ফেরদৌস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেসার্স রাকিব হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় ২০০৯ সালের ৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।একই সাথে ২৯ টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং মেহেরপুর পুলিশ লাইনের একটিদল।
আপনার মতামত লিখুন :