গাংনীতে বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবসের প্রস্তুতি অনুষ্ঠিত


mdiganta প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন /
গাংনীতে বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবসের প্রস্তুতি অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আগামী ১৬ ডিসেম্বার,মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সভায় আয়ােজন করে।

সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলী।

এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।