স্টাফ রিপাের্টার : মেহেরপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালামের সভাপতিত্বে সভায় মূল প্রতিবেদন পাঠ করেন মেহেরপুর জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা।
রেড ক্রিসেন্ট সোসাইটির যুব নেতা খন্দকার শামসুদ্দোহা সোহাগের সঞ্চালনায়-বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সদস্য কে.এম শফিকুল ইসলাম,আসকার আলী প্রমুখ।
এছাড়াও বার্ষিক সভায়, রেড ক্রিসেন্ট এর সদস্য খন্দকার অ্যাড.আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার আগে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টর পতাকা উত্তোলন করা হয়।
আপনার মতামত লিখুন :