গাংনীর সীমান্ত এলাকা থেকে ৮কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক


mdiganta প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ৪:৫৯ অপরাহ্ন /
গাংনীর সীমান্ত এলাকা থেকে ৮কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি রংমহল এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ সাইদার আলী ওরফে সোনা (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রংমহল বিওপি’র সীমান্তের ধলার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, রংমহল বিওপি এলাকার সীমান্ত পিলার ১৩৬/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠে বিজিবি হাবিলদার মোঃ ফজলার রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে সাইদার আলী ওরফে সোনা (৬৫) কে ভারতীয় ৮কেজি গাঁজা, ১টি হাসুয়া, ১টি মোবাইলফােন ১টি গ,গ্রামীণ সীমসহ আটক করে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩০ হাজার ৭শ’টাকা।

আটককৃত সাইদার আলী সোন’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।