দুঃস্বপ্ন
-তানিয়া জামান।
আমি প্রতিনিয়ত দাঁড়ায় এক দুঃস্বপ্নের উদ্যানে-
থমকে যাওয়া কোন এক নিঃশব্দের ভীড়ে,
যেখানে আমার ভাবনাগুলো ভীষণ দুরন্ত
এলোমেলো কথাগুলো দিন শেষে বড়ই ক্লান্ত।
যেখানে নীরবতার ভীড়ে অপ্রাপ্তিগুলো করে হাহাকার
দিনশেষে একাকীত্ব গুলো ফিরে আসে বারবার।
ছিন্ন ভিন্ন এক একটা কথা সাজিয়ে গড়ে তুলি আমি আমার চার দেওয়াল
অলসতা জড়িয়ে ধরে যেন নির্ঘুম দীর্ঘ কাল।
হঠাৎ করেই আচমকাই জেগে উঠি বারবার।
দুঃস্বপ্নের ভীড়ে আমার স্বপ্ন ভেঙে চুরমার,
আমি অপলক দৃষ্টি দিয়ে চেয়ে থাকি আনমনে
বিভীষিকার অন্ধকার নেমে আসে প্রতি ক্ষণে।
আপনার মতামত লিখুন :