গাংনীর ধানখােলা বাজারে অগ্রনী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন


mdiganta প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২২, ২:৪৫ অপরাহ্ন /
গাংনীর ধানখােলা বাজারে অগ্রনী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

জাব্বারুল ইসলাম   : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা বাজারে অগ্রনী ব্যাংকের অধীন্থ অগ্রনী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

সােমবার সকাল ১১টার দিকে ব্যাংকিং শাখার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন অগ্রনী ব্যাংক কার্যালয়ের সহকারি মহা-ব্যবস্থাপক রােকন উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রনী ব্যাংকের গাংনী শাখার ব্যবস্থাপক সাহারুল ইসলাম।

ব্যাংকের মেহেরপুর শাখার প্রিন্সিপাল অফিসার রমেশ চন্দ্র সিকদারের পরিচালনায়-অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার সহকারি মহা-ব্যবস্থাপক ও শাখা প্রধান এমএইচ জগলুল পাশা,চুয়াডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার এ এস এম এম কবীর,মেহেরপুর শাখা ব্যবস্থাপক আরিফ হােসেন।

এসময় বক্তব্য রাখেন ব্যাংকের কুষ্টিয়া দুয়ার ব্যাংকির এর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অরুন চক্রবর্তি,ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান,ধানখােলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রােকনুজ্জামান,ধানখােলা বাজার কমিটির সভাপতি ফারুক হােসেন,শাহিনুজ্জান মাস্টার,স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান,অগ্রনী ব্যাংকের ধানখােলা এজেন্ট শাখা (দুয়ার) এর পরিচালক আবু সাঈদ টােকন প্রমুখ।